HTC VIERA VC In Bangladesh
এইচটিসি এর এখনকার একটি লেটেস্ট ডুয়েল সিম স্মার্টফোন ডিজায়ার ভিসি। সেটটি এন্ড্রয়েড ভার্শন ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ এ চলে।
১১৯গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত ৯.৫ মিলিমিটার। এতে আছে এইচটিসি সেন্স ফিচার সহ ৪ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি সাদা ও কালো রঙে পাবেন।
মোবাইলটি চালাতে থাকছে ১গিগা হার্জ কর্টেক্স এ৫ প্রসেসর, ৫১২এমবি র্যাম এবং ৪জিবি ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৩২জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।
এতে আছে জিও ট্যাগিং ও অটোফোকাস ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৫মেগাপিক্সেল ক্যামেরা, এবং ভিডিও করার সুবিধা। তবে ভিডিও কলিংএর জন্য কোনও ফ্রন্ট ক্যামেরা থাকছে না।
সেটটিতে আছে ১৬৫০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৬ঘন্টা টকটাইম এবং ৪০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে।
সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই এবং জিপিআরএস এবং এজ ইন্টারনেট কানেকশন সমর্থন করে।
এত ফিচার সহ এইচটিসি ডিজায়ার ভিসি এর দাম পড়বে২৪,০০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে।
ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে